সাব্বিরকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করার সুপারিশ
দ্য রিপোর্ট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমানের ৬ মাসের নিষেধাজ্ঞা চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। শনিবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সম্মতি পেলেই কাল থেকে এই শাস্তি কার্যকর হবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।
ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে দর্শক পেটানোর দায়ে চলতি বছরের শুরুতে সাব্বিরকে ঘরোয়া ক্রিকেটে থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিবি। সেই সঙ্গে জরিমানা করা হয়েছিল ২০ লাখ টাকা। বাদ দেয়া হয়েছিল বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। এবার বাদ পড়ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেও।
সাব্বিরের শাস্তি নিয়ে মল্লিক জানান, ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হয়েছিলেন সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেন সৈকত। সেখানে সাব্বির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন।
তিনি বলেন, সেখানে সে (সাব্বির) অনেক কিছু শিকার করেছেন এবং অনুতপ্তও। তার ফেসবুক হ্যাক করা হয়েছিল।
মাঠে অথবা ফেসবুকে উত্তেজিত হয়ে বিভিন্ন কারণে সংবাদ শিরোনাম হতে হয়েছে এর আগেও। ২০১৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলাকালে শৃঙ্খলাবহির্ভূত কাজের জন্য গুনতে হয়েছিল ১২ লাখ টাকার জরিমানাও।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০১, ২০১৮)