খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন নয়: বিএনপি
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনও নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় এ মন্তব্য করেন তারা।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনও নির্বাচন হবে না। তাকে বাইরে রেখে কোনও নির্বাচন গ্রহণযোগ্যও হবে না।
দলের ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাবো না। সাড়ে চার লক্ষ কোটি টাকা দেশ থেকে নাই হয়ে গেছে। এসব টাকা ফেরত দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন দিন, জনগণ যাকে চাইবে, তিনিই সরকার পরিচালনা করবেন।
শনিবার দুপুর ২টার দিকে এ জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। পুরো এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। মঞ্চে দলের সিনিয়র নেতা ছাড়াও মহানগরের নেতারা বক্তব্য দেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০১, ২০১৮)