রংপুরে ২ বাসের সংঘর্ষ, নিহত ৭
রংপুর প্রতিনিধি : রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
রবিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ২০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, রবিবার দুপুর ১২টার দিকে রংপুরের সিও বাজার এলাকায় দু‘টি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলই চারজন নিহত হয়েছেন। পরেআহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবেতাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। একইসঙ্গে দুই বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৮)