সাভারে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩
সাভার প্রতিনিধি : সাভারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যান ধাক্কায় একজন প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরওপাঁচজন।
সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এসএন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মীর আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম (৫৫), পিকআপের চালক খলিলুর রহমান (৬৫) ও যাত্রী নুরুন্নবী।
নিহত তিনজনের লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, মীর আখতার গ্রুপের পিকআপে করে তিনজন সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে বলিয়ারপুরে সিএনজি পাম্পের সামনে ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক ও দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)