সোমালিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ৬
দ্য রিপোর্ট ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গি সংগঠন আল শাবাবের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ২ শিশুসহ অন্তত ৬ জন। এই হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন।
রবিবার (২ সেপ্টেম্বর) সেন্ট্রাল মোগাদিসুর হাওয়াডাগ জেলার এক সরকারি কার্যালয় লক্ষ্য করে এ আত্মঘাতী গাড়ি বোমা হামলাটি চালানো হয়। খবর- রয়টার্স , টেলিগ্রাফ, দ্য গার্ডিয়ানের।
বিস্ফোরণে সেই সরকারি কার্যালয়টিসহ তার বিপরীত দিকে থাকা একটি মাদরাসা ও আশেপাশের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে।
গাড়ি বোমা বিস্ফোরণের সময় সরকারি কার্যালয়টির সামনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকলেও সে সময়ে বিরতি চলার কারণে শিক্ষার্থীদের ভিড় ছিল না।
জঙ্গি সংগঠন আল শাবাব এক বিবৃতিতে এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)