দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখন্ডে চালক নিয়ন্ত্রণ হারালে তীর্থযাত্রীবাহী একটি গাড়ি খাদে পড়ে যায়। এতে ১৩ জন নিহত হয়েছে। আহত দুজন।

সোমবার (৩ সেপ্টেম্বর) গঙ্গোত্রী-ঋষিকেশ জাতীয় সড়কের উত্তর কাশী জেলার শাংলাই এলাকার ভাটওয়ারী গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পাহাড়ি রাজ্যটিতে কয়েক দিন ধরেই প্রচণ্ড বৃষ্টি। ঘটছে পাহাড়ধসের ঘটনা। এর মধ্যে গতকাল হিন্দুদের তীর্থভূমি গঙ্গোত্রী থেকে গাড়িটিতে করে ১৪ জন তীর্থযাত্রী ঋষিকেশ ফিরছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাতে পাহাড়ি রাস্তায় ধস নামলে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান।

গাড়িটি ২০০ মিটার নিচে পাহাড়ি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে নিহত হয় ১৩ জন। গুরুতর আহত হয় দুই কিশোরী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর কাশীর বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, গাড়িটি গঙ্গোত্রী থেকে ঋষিকেশ আসছিল। চালকসহ গাড়িতে ১৫ জন আরোহী ছিল। চালক পাহাড়ি ধসের মাঝে পড়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়ির চালকসহ ১৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত দুই কিশোরীকে প্রথমে উত্তর কাশী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের দেরাদুন হাসপাতালে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)