রূপালী লাইফের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।
অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ৪টি শেয়ার এবং ৮০ টাকা পাবেন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইকে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে রূপালী লাইফের পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ অক্টোবর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।
লভ্যাংশ ঘোষণার কারণে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)