কলকাতায় উড়ালসেতু ধস, টুইটে সমবেদনা মোদির
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতে মাঝেরহাট উড়ালসেতু ধসে পাঁচজনের মৃত্যুর ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে টুইট করে সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টুইটে তিনি লিখেন, কলকাতায় সেতুর একাংশ ভেঙে পড়ায় ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনায় হতাহতদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটে ভেঙে পড়ে মাঝেরহাট রেল সেতু। সঙ্গে মাটিতে আছড়ে পড়ে ৪টি গাড়ি, ১টি মিনিবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল। ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়। হাসপাতাল সূত্রে নিহতের সংখ্যা পাঁচজন।
এ ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজে নামে দমকল, বিপর্যয় মোকাবেলায় ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। সাররাত ধরে উদ্ধারকাজ চলেছে।
এ ঘটনায় ইতিমধ্যে বিজেপি নেতা মুকুল রায় রাজ্যের তৃণমূল সরকারকে দায়ি করে বলেন, সৌন্দর্যায়নের তাড়নায় পুরনো নির্মাণগুলো মেরামতির কথা ভুলে গিয়েছে সরকার
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)