দ্য রিপোর্ট ডেস্ক : জাপানে টাইফুন জেবির আঘাতে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া, আহত হয়েছেন আরও ২০০ জন। ঝড়টি দেশটির পশ্চিমাঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১৭২ কিলোমিটার বেগে প্রবাহিত হয়। খবর- বিবিসির।

একুয়া ওয়েদার ওয়েবসাইটের সূত্রমতে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) জাপানের বিভিন্ন উপকূলে বয়ে যাওয়া টাইফুন জেবি বিগত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।

দেশটির সরকার বুধবার জানিয়েছে, পশ্চিমাঞ্চলে জলাবদ্ধ বিমানবন্দরে আটকে পড়া প্রায় ৩ হাজার যাত্রীকে নৌকায় করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। জেবির আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১২ লাখ মানুষ।

‘জেবি’ কোরিয়ান শব্দ, যার অর্থ ‘গিলে ফেলা’। জেবি কিছুক্ষণের জন্য সুপার টাইফুনে পরিণত হয়েছিল। এটি গত ২৫ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।

জাপানে চলতি বছর অতিবৃষ্টি, ভূমিধস, বন্যা ও রেকর্ড ভাঙা তাপমাত্রার পর শক্তিশালী টাইফুন জেবির আঘাত এলো। এসব প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত কয়েকশ লোক নিহত হয়েছে।

জেবির কারণে পশ্চিম জাপানের কানসাই বিমানবন্দরে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের খাবারের দোকানগুলোতে খাদ্য ও পানীয় কেনার জন্য লোকজন লাইন ধরে আছে।

জাপান সরকার জানিয়েছে, বুধবার সকালে এসব পর্যটককে হাই স্পিড বোটে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা জানান, টাইফুনে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। টাইফুনের কারণে বিমানবন্দর ও রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়। ঠিক কখন এগুলো ফের খুলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রায় ১২ লাখ লোক জেবার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)