গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মামা-ভাগনে নিহত
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা ও ভাগনে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার উল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টর চালক ও তার সহকারীরা পালিয়ে গেছেন।
নিহতরা হলেন, ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের ছেলে সজিব চন্দ্র ঘোষ (২২) ও তার মামা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে নোর উত্তম (২৫)।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সকালে দুই মামা ও ভাগিনা মিঠাপুকুর থেকে নিজ বাড়ি উল্লাবাজার এলাকায় যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বাইসাইকেলে থাকা এক স্কুলছাত্রকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় ওই সাইকেল আরোহী আহত হন। এর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)