বগুড়ায় জেএমবির সামরিক প্রধানসহ গ্রেফতার ৫
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) রাজশাহী বিভাগের (সামরিক) শাখার প্রধানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে বগুড়া ডিবি পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখার সদস্যরা শেরপুর উপজেলার মির্জাপুর রানীরহাটগামী সড়ক থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী ও রংপুর বিভাগের দাওয়া শাখার আমির জামালপুর জেলা সদরের বড়ইকুডা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে শহিদুল্লাহ ওরফে মাসুম ওরফে ইয়ামিন ওরফে গোপাল ওরফে নাদিদ (৪১), রাজশাহী বিভাগের ইছাবা (সামরিক) শাখার কমান্ডার রাজশাহী আরএমপির বেলপুকুর উপজেলার ক্ষুদজামিরা গ্রামের আকবর আলীর ছেলে বুলবুল ওরফে সোহাগ (৩২), ইছাবা সদস্য রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের উৎপল হাজরার ছেলে নবমুসলিম আতিকুর রহমান ওরফে সৈকত ওরফে সামিত (৩৩), ইছাবা সদস্য একই উপজেলার আশকোরপুরের মৃত আবু তালেবের ছেলে মিজানুর রহমান ওরফে দর্জি মিজান (৩৫) ও রাজশাহী আরএমপির বেলপুকুর উপজেলার ক্ষুদজামিরা গ্রামের একরামুল হকের ছেলে মাসুদ রানা (৩১)।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে একদল জঙ্গি শেরপুর উপজেলার মির্জাপুর রানীরহাটগামী পাকা রাস্তার মোড়ে সুলতানের দোকানের সামনে যে কোনো নাশকতার অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখার সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেন। তাদের কাছে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, তিনটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও এক জোড়া হ্যান্ডকাপ পাওয়া গেছে।
দুপুরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)