মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২টি ককটেল।
রাজনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার গভীর রাতে এ অভিযান চালায় পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মধ্যরাতে রাজনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি-জামায়াতের বৈঠকে অভিযান চালায় পুলিশ। এসময় বিএনপির ১১ ও জামায়াতের ৮ জন স্থানীয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, বাঁশের লাঠি ১০টি ও ৩টি চার্জার লাইট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারদের নামে সদর থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
এদিকে, অবিলম্বে গ্রেফতার অভিযান বন্ধ ও গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০৬, ২০১৮)