মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘জঙ্গি’ নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতাঁরা ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। নিহতরা ‘জঙ্গি’ বলে দাবি করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম।
বৃহস্পতিবার রাত একটার দিকে ইউনিয়নের সাতগাঁও এলাকার কেসি রোডে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘পূর্বের ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় কেসি রোডে চেকপোস্ট বসাই। রাত একটার দিকে মোটরসাইকেলযোগে দুইজন সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই দুজন। লাশ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০৭, ২০১৮)