দ্য রিপোর্ট ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জায়ের বোলসোনারো নির্বাচনী প্রচারণাকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রিও ডি জেনিরো থেকে ২০০ কিলোমিটার দূরে জুইজ ডি ফোরা শহরে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানায়, একটি ক্যানসার হাসপাতালে প্রচারণা চলাকালে হঠাৎ এক ব্যক্তি ছুরি দিয়ে কট্টরপন্থী দলের প্রার্থী বোলসোনারোর তলপেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাঁর কর্মী-সমর্থকরা তাঁকে স্থানীয় হাসপাতালে নেন।

ব্রাজিলের পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফ বলেছেন, হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, যাতে আর কোনো প্রার্থীর ওপর এমন হামলার ঘটনা না ঘটে।

সাবেক সেনা কর্মকর্তা বোলসোনারো এর আগে বেশ কিছু বক্তৃতার মাধ্যমে বিতর্কের জন্ম দেন। তিনি কিছুদিন আগে বলেন, নারী-পুরুষের সমান মজুরি পাওয়ার সুযোগ নেই, কারণ নারীরা গর্ভবতী হয়।

দেশটিতে আগামী ৭ অক্টোবর প্রথম দফায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ০৭, ২০১৮)