নাটোরে এক ব্যক্তি গলিত লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার রুহাই গ্রামের বিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার সময় লাশটি উদ্ধার করা হয়।
গুরুদাসুপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা সাংবাদিকদের জানান, রাতে স্থানীয়রা বিলে লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, মরদেহটি শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)