সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৭) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেলসড়কের সদানন্দপুর শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)