সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (৮ সেপ্টেম্বর)উপজেলার কৃষ্ণনগর বাজারে রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, চেয়ারম্যান মোশাররফ হোসেন (৫২) স্থানীয় যুবলীগ অফিসে বসেছিলেন। এ সময় ৫/৬ জন যুবক মোটরসাইকেলে এসেই বাজারে কয়েকটি ককটেল বোমা ফাটায়। এতে আতঙ্কিত হয়ে বাজারের লোকজন দোকান পাট বন্ধ করে ফেলে। এ সুযোগে সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপরও তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় মোশররফ হোসেনকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৈয়বুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। চেয়ারম্যানের লাশ কালিগঞ্জ হাসপাতালে রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে জানিয়ে তিনি বলেন, হত্যার আলামত হিসাবে বেশ কয়েকটি গুলি সেখানে পাওয়া গেছে।
চেয়ারম্যান মোশাররফ হোসেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ছিলেন। পরে তিনি জেলা জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হন। তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)