নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৩৫
দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কয়েকশ মানুষ।
স্থানীয় সময় গতকাল সোমবার রাজ্যের উত্তরাঞ্চলে রাজধানীর আবুজার সঙ্গে সংযোগকারী লাফিয়া-মাকুর্দি সড়কের পাশে একটি পেট্রল স্টেশনে এ ঘটনা ঘটে। খবর- রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজ্যের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থার (এসইএমএ) ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ জানান, গ্যাস নির্গমন করার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।
আহমেদ আরো বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি ৩৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের পর কী ঘটেছে তা দেখতে ঘটনাস্থলে ছুটে গেলে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটে।’
গত জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি পেট্রল ট্যাংকার বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১১, ২০১৮)