খুলনায় ডোবা থেকে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার
খুলনা ব্যুরো : খুলনায় নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক কাজী তাসকিন হোসেন তয়নের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাসকিন মহানগরীর মজগুন্নী এলাকার কাজী তোতার ছেলে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, গত ২৮ আগস্ট থেকে তাসকিন নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা ডোবার মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না তা শরীরে পচন ধরায় বোঝা যাচ্ছে না।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১১, ২০১৮)