ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পিকআপচাপায় মোজাফফর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের তেলিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন কাজী পোলট্রি ফার্মের গাড়িচালক। তার বাড়ি একই এলাকায়।

ঠাকুরগাঁও থানার ওসি আবদুল লতিফ মিঞা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পিকআপভ্যানটি তেলিপাড়া নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোফাজ্জলের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন শিরিন আক্তার ও ফজলুল করিম নামে আরও দুই আরোহী। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১১, ২০১৮)