মাগুরা প্রতিনিধি:   জেলার সদর উপজেলার আঠারোখাদা এলাকার রূপদাহ মাঠে বজ্রাঘাতে ৪ কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আঠারোখাদা গ্রামের পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্যা (৪৫), একই গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে মন্নু মোল্যা (২৫), হোসেন মোল্যার ছেলে ছামিন মোল্যা (৩০) ও সদরের কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আকরাম হোসেন (৩০)।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান জানান, দুপুরে ওই ৪ জন কৃষক বৃষ্টির মধ্যে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মাগুরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা নিহতদের উদ্ধার করে।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১১, ২০১৮)