নওয়াজ শরীফের স্ত্রী মারা গেছেন
দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ মারা গেছেন।
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অবশেষে মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন বলে সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
কুলসুমের দেবর ও পাকিস্তান মুসলিম লীগের (এন) সভাপতি শাহবাজ শরীফ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্বামী নওয়াজ শরীফ ও চার সন্তান রেখে গেছেন কুলসুম।
পাকিস্তান মুসলিম লীগের (এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বার্তা সংস্থা এপিকে জানান, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রীর লাশ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
গত বছরের আগস্টে ক্যান্সার ধরে পড়ে কুলসুম বেগমের। এরপর লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয় তাকে।
ওই হাসাপতালে চিকিৎসধীন অবস্থায় গত কয়েকদিন ধরেই স্বাস্থ্যের অবনতি হচ্ছিল তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজের স্ত্রী কুলসুমের।
সর্বশেষ মঙ্গলবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই কুলসুম মারা যান।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারে আছেন সাবেক প্রধনামন্ত্রী নওয়াজ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১১, ২০১৮)