দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রঘোষিত দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনশন কর্মসূচি শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ প্রতীকী অনশনে যোগ দিতে সকাল থেকে নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের আশপাশে অবস্থান নেন। পরে তারা সকাল ৯টার দিকে কর্মসূচিস্থলে দলবেঁধে প্রবেশ করে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর দলের নয়াপল্টনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা ও কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজকের রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি ছাড়াও একই দাবিতে গত শনি ও সোমবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে দলটি।

তবে অনশন কর্মসূচি সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার আগেই বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন গোটা প্রেসক্লাব এলাকা।

এদিকে, বিএনপির প্রতীকী অনশনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে রাখা হয়েছে পুলিশের প্রিজনভ্যান, জলকামান, এপিসি। এ ছাড়া রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মানববন্ধনে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১২, ২০১৮)