দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন রিভা গাঙ্গুলি দাস। ঢাকায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে রিভাকে ঢাকার দায়িত্ব দেওয়া হতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।


বিশ্বের বিভিন্ন দেশে ভারতের কূটনীতিকদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনছে দেশটির সরকার; এরই প্রক্রিয়া হিসেবে রিভা গাঙ্গুলি ঢাকার দায়িত্ব পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ভারতীয় রাষ্ট্রদূত নাভতেজ স্বর্ণার চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের শেষ দিকে; সেখানে দায়িত্বে যাচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, চীনে ভারতের রাষ্ট্রদূত করা হচ্ছে গৌতম বোম্বাওলেকে। এতদিন তিনি মিয়ানমারের দায়িত্বে ছিলেন। সঞ্জয় ভার্মাকে করা হচ্ছে জাপানে ভারতের নয়া হাইকিমশনার; সেখানকার দায়িত্বে থাকা সুজন চিন্ময় অবসরে যাচ্ছেন শিগগিরই। এছাড়া আরও কয়েকটি দেশের কূটনীতিক অদলবদল করছে কর্তৃপক্ষ।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাওয়া রিভা গাঙ্গুলির জন্ম ভারতেই ১৯৬১ সালে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ১২,২০১৮)