মালিতে ট্রাক নদীতে পড়ে নিহত ২০
দ্য রিপোর্ট ডেস্ক : মালির মধ্যাঞ্চলে একটি ট্রাক নদীতে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার জানিয়েছে, ট্রাকটির ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার রাতে মালির মোপতি অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রাথমিক প্রতিবেদনে ২০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। জরুরি সার্ভিসগুলো ৬৩ জনকে উদ্ধার করেছে।
“নাটকীয় এই দুর্ঘটনাটি ব্রেক সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে ঘটে থাকতে পারে বলে তদন্তের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে।”
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)