নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি: জেলার লালপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ওয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা ওই গ্রামের আদম সরদারের ছেলে নাইম (৭) ও তার খালাতো বোন আফিয়া (১১)।
ওয়ালিয়া বাজারের পল্লী চিকিৎসক শাহজাহান আলী জানান, ওয়ালিয়া গ্রামের আদম সরদারের ছেলে নাইম সকালে তাদের বাড়িতে রাজশাহী থেকে বেড়াতে আসা খালাতো বোন আফিয়াকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেখানে তারা দুজনেই পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় এক নারী পুকুরে আফিয়ার লাশ ভেসে থাকতে দেখে তাকে তুলে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
পরে পুকুরে তল্লাশি চালিয়ে নাইমের লাশ উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাকেও মৃত বলে জানান চিকিৎসক।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৩, ২০১৮)