রংপুরে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত
রংপুর প্রতিনিধি: রংপুরের রাধাকৃষ্ণপুর এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শওকত আলী ঘুঘু নামে একাধিক মামলার আসামি নিহত হয়েছে।
নিহত শওকত মাদক ব্যবাসায়ী ও জেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। রংপুর র্যাব- ১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা এসব তথ্য জানান।
নিহত ঘুঘুর বাড়ি নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকায়।
এএসপি গোলাম মর্তুজা জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রাধা কৃষ্ণপুর রহমত পাড়া এলাকায় গোপনে মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে ঘুঘু নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এই র্যাব কর্মকর্তা আরও জানান, ঘুঘুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৩, ২০১৮)