চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী আটক
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১১ জামায়াত ও শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতকানিয়া থানায় তিনজন এবং লোহাগাড়া থানায় আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দ্য রিপোর্টকে জানান, থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে লোহাগাড়া থানার এসআই মো. সোলাইমান জানান, থানার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ সহিংসতার অভিযোগ রয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/সা/মার্চ ০৫, ২০১৪)