সাভারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি : সাভারে সালমা আক্তার (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে গৃহবধূর নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা সাভার থানায় জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালাতক রয়েছেন।
সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুজন বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বের ১৫, ২০১৮ )