দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) বিমানবন্দর শাখার টিম।

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে স্বর্ণ জব্দ করা হয়। আটক ওই ব্যক্তির নাম খাজাঁ শাহাদাত উল্লাহ (৩৫)।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রিজেন্ট এয়ারওয়েজের সিংগাপুর থেকে আসা ফ্লাইটে নজর রাখা হচ্ছিল। সন্দেহ হলে ওই ফ্লাইটের যাত্রী শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিমানবন্দর শাখার এক এনএসআই সদস্য (নাম প্রকাশ না করার শর্তে) জানান, ১৩ কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত এসব স্বর্ণ বিমানবন্দরের কাস্টমস গোডাউনে জমা দেয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)