সিলেটে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু
সিলেট প্রতিনিধি : সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশের সিলেট রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন বলেন, রাত সোয়া ১০টার দিকে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে উপবন ট্রেন ছেড়ে যায়। স্টেশনের ৫০ গজ পূর্ব দিকে চলন্ত এই ট্রেনে উঠতে চায় দু'জন যুবক। তবে ট্রেনে উঠতে না পেরে তারা পড়ে যায়। এসময় তারা ট্রেনের চাকায় কাটা পড়েন।
ওসি বলেন, নিহত দুই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। তবে তারা কীনব্রিজের ঠেলাওয়ালার কাজ করতো বলে জানা গেছে। সম্ভবত টিকিট ছাড়া চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)