দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৮১১ জন হাজী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৯টি ও সৌদি এয়ারলাইন্সে ১২১টিসহ মোট ২৩০টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর।

চলতি বছর হজ পালনে এসে সৌদি আরবে সর্বমোট ১৩১ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্য পুরুষ ১১০ জন ও নারী ২১ জন।

১২৭ জনের মধ্যে মক্কায় ৮২ জন, মদিনায় ১৬ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ জন ও আরাফায় ১০ জন মারা যান।

সর্বশেষ গতকাল (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার মো. মারফত আলী (৭৮) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিএম- ০৮০৮০৪৪।

এদিকে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় আগত ১৩তম হাজিরা বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য শনিবার বিকেল ৩টায় মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেন।

এ সময় মদিনায় মৌসুমী হজ অফিসার এ বি এম আমিন উল্লাহ নূরীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হাজিদের বিদায় জানান।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)