সাতক্ষীরায় নারীকে গাছে বেঁধে নির্যাতন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মধ্যবয়সী এক নারীকে প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতন করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী গ্রামে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন ধরে ওই নারী সম্পর্কে অশালীন কথাবার্তা বলে আসছিলেন গ্রামের কয়েকজন লোক। এ নিয়ে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল ওই নারীকে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে অশোভন ভাষায় গালাগাল করতে থাকেন প্রতিবেশী আবদার রহমান ও তাঁর ভাই মুজিবর রহমান। এ খবর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তা ছড়ায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজন হলেন আবদার রহমান, তাঁর স্ত্রী, ছেলে ফিরোজ রহমান ও ভাই মুজিবর রহমান।
নির্যাতনের শিকার নারীর স্বামী বলেন, তার স্ত্রীকে বিভিন্ন সময় আবদুর রহমান ও কয়েকজন কুপ্রস্তাব দেয়। তিনি বিষয়টি বাড়িতে জানান। এর প্রতিবাদও করেন তারা। কিন্তু বাড়িতে না থাকার সুযোগে তারা তাকে গাছে বেঁধে নির্যাতন করেছে। তিনি এর ন্যায্যবিচার দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নির্যাতনের শিকার ওই নারীকে মুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)