সাতক্ষীরা প্রতিনিধি : মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কে এম মোশারফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল জলিল গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, শনিবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে কালিগঞ্জ থানা পুলিশ তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। রাত সাড়ে ৮টার দিকে তার দেয়া তথ্য মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কৃষ্ণনগরে গেলে এলাকাবাসী পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গেল ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর যুবলীগ অফিসের সামনে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদককে এম মোশারফ হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
এ হত্যা মামলায় গত ৬ দিনে পুলিশের হাতে আটক ৫ জনের মধ্যে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)