জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে বিনিয়োগ করবে জিপিএইচ ইস্পাত
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ স্টার এলাইড ভেঞ্চার নামে একটি জয়েন্ট ভেনচার কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,জিপিএইচ ইস্পাত স্টার এলাইড ভেঞ্চার কোম্পানিতে ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে। এক্ষেত্রে প্রতিটি ১০০ টাকা করে ২৫ হাজার শেয়ার কেনা হবে।
চায়না সরকারের নিজস্ব প্রতিষ্ঠান কুনমিং আয়রন অ্যান্ড স্টিল হোল্ডিং এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হলো ইয়োন্নান ইয়োঙ্গেল ওভারসিজ। এই ইয়োন্নানা ওভারসিজ এবং বাংলাদেশের জিপিএইচ ইস্পাত মিলে স্টার এলাইড ভেঞ্চার লিমিটেডে বিনিয়োগ করবে। এদের মোট বিনিয়োগের পরিমাণ ২.৩০ বিলিয়ন ডলার।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)