দ্য রিপোর্ট প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট যে প্রস্তাব দিয়েছে তা সংবিধান সম্মত না।

তবে এই জোটকে স্বাগত জানিয়েছেন তিনি। রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নেপালের হাইকমিশনারের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জাবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তফ্রন্ট জোটকে আমরা স্বাগত জানাই। বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশে যে কেউ নির্বাচনি জোট করতে পারেন। আওয়ামী লীগের নেতৃত্বে জোট আছে; বিএনপির নেতৃত্বেও জোট আছে। কাজেই নতুন একটা জোট হলে তাতে ভালোই হয়। তবে তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। কারণ বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন ঘোষিত তারিখ মোতাবেক। নির্বাচনের সময়ে নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে কমিশন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার।’

তোফায়েল আহমেদ বলেন, ‘যুক্তফ্রন্ট অভিযোগ করেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাকি তাদের সমাবেশ করতে দেওয়া হয় না। আমাদের প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, যে দলই সেখানে জনসভা করতে চায়, তাদের যেন অনুমোতি দেওয়া হয়। কিন্তু দেখা গেছে তারা সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার জন্য দরখাস্তই করেনি। দরখাস্ত না করেই তারা এমন অভিযোগ করেছে।’

ড. কামালের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ দলছুট ও নীতি বদলকারী রাজনীতিবিদদের পছন্দ করেন না। ড. কামাল জীবনে একবার বিজয়ী হয়েছিলেন, তাও বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে। ‘৮৬ সালে মনোনয়ন দিয়েছিলাম, হেরেছেন। ‘৯১ সালেও হেরেছেন। তার পরও চাই, উনি নির্বাচন করুক এবং বিজয়ী হয়ে সংসদে আসুক।’

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৬, ২০১৮)