ভারতের ৪৬তম প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ। ৩ অক্টোবর থেকে তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দেশের ৪৬তম প্রধান বিচারপতির নিয়োগপত্রে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তর-পূর্ব ভারত থেকে তিনিই প্রথম যিনি বিচারবিভাগের সর্বোচ্চ পদে আসীন হতে চলেছেন৷
এক সপ্তাহ আগে অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র। ২ অক্টোবর তার শেষ কর্ম দিবস। তবে ওই দিন জাতীয় ছুটির দিন হওয়ায় ১ অক্টোবরই অবসর নিচ্ছেন বিচারপতি দীপক মিশ্র।
রঞ্জন গগৈ ২০০১ সালে দিল্লি হাইকোর্টে নিযুক্ত ছিলেন। ২০১১ সালে তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০১২ সালের এপ্রিল মাসে তিনি সুপ্রিম কোর্টে যোগ দেন। মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই পরিচিত রঞ্জন গগৈ ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকছেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৬, ২০১৮)