বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি : ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ট্রাক চালকরা আমদানি পণ্য পরিবহন না করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে কোনো ছুটি না থাকায় বেনাপোল বন্দর অভ্যন্তরে আমদানি পণ্য খালাস ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ পথে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল-পেট্রাপোল বন্দরের ভেতরে যাতায়াত করেনি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা হারুনর রশিদ জানান, ভারতীয় ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন, ভারতীয় ট্রাক চালকরা পূজা উৎসব উপলক্ষে পণ্য পরিবহন না করায় এ পথে বাণিজ্য বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে বলেও জানান তিনি।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, পূজার কারণে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ পথে সকাল থেকে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)