দ্য রিপোর্ট ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া এমএল ডাইংয়ের শেয়ার লেনদেনে রেকর্ড হয়েছে। কোম্পানিটির শেয়ার প্রথমদিনেই এবং প্রথম লেনদেন হয়েছে অভিহিত মূল্যে ১০ টাকায়। বিগত কয়েক বছরে অন্য কোন কোম্পানির (মিউচ্যুয়াল ফান্ড ব্যাতিত) ক্ষেত্রে এমনটি দেখা যায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রতিটি ১০ টাকার শেয়ার প্রথম দিনে ১০ টাকা দরে লেনদেন শুরু হয়েছে। এ হিসাবে ১০ টাকায় শেয়ারটির বিক্রেতা কোন মুনাফা অর্জন করতে পারেনি। তবে এ লেনদেনটি অসাবধানতা বা ভুলবশত হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে কোম্পানিটির শেয়ার ১০ টাকা দিয়ে লেনদেন শুরু হলেও তা বেড়ে ৩১.৯০ টাকায় উঠেছে। যা দুপুর সাড়ে ১২টায় ২৪.১০ টাকায় লেনদেন হয়েছে।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, শুরুতেই এমএল ডাইংয়ের শেয়ার অভিহিত মূল্যে লেনদেন হওয়াটা অস্বাভাবিক। হয়তো ভুলবশত এমনটি হয়েছে। কারন বিনিয়োগকারীরা এখন নতুন শেয়ার আইপিও মূল্যের চেয়ে কয়েকগুণে কেনার জন্য হূমড়ি খেয়ে থাকে। তবে শুরুতেই অভিহিত মূল্যে শেয়ার লেনদেনের ঘটনা বিগত কয়েক বছরে নেই।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে : "MLDYEING" এবং কোম্পানি কোড হচ্ছে : ১৭৪৭৯।

এর আগে গত ৯ আগস্ট কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল সাড়ে ১০টায়, রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, আইইবি মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হয়। আর কোম্পানিটির আইপিওতে গত ৮ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

কোম্পনিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করেছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।

যন্ত্রপাতি এবং কলকব্জা ক্রয় ও স্থাপনের জন্য কোম্পানিটি শেয়ারবাজার থেকে এই অর্থ উত্তোলন করে। আইপিও প্রক্রিয়ার খরচও এ অর্থ থেকে ব্যয় করে কোম্পানিটি।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)