বিএসইসি’র কমিশনার হেলাল উদ্দিনের চুক্তিভিত্তিক মেয়াদ বৃদ্ধি
দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামীর চুক্তিভিত্তিক কাজের মেয়াদ আরও ২ বছর বাড়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হেলাল উদ্দিন নিজামির মেয়াদ বাড়ানোর আদেশ জারি করা হয়েছে।
সোমবার তিনি কমিশনে অফিস করেছেন বলে জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ি, হেলাল উদ্দিন নিজামীকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় পূর্বের ধারাবাহিকতায় চুক্তিভিত্তিক ২ বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। যা চলতি বছরের ২ মে বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বাড়ানো হয়েছে।
২০১০ সালের শেয়ারবাজারে ধসে বিএসইসিকে নতুন করে ঢেলে সাজানো হয়। এই সুযোগে ২০১১ সালের ৪ মে বিএসইসিতে কমিশনার হিসেবে নিয়োগ পান অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামি। তিনি প্রথমবার ৩ বছরের জন্য নিয়োগ পান। যা শেষ হওয়ার আগেই পুনঃনিয়োগ পান। তবে এক্ষেত্রে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ পান। যার ২ দফায় নিয়োগের ৭ বছরের মেয়াদ পূর্ণ হয় ৩ মে।
হেলাল উদ্দিন নিজামি বিএসইসিতে যোগদানের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিষ্টেমস বিভাগে অধ্যাপনা করেন। তিনি বাণিজ্য বিভাগে ১৯৮০ সালে এসএসসি ও ১৯৮২ সালে এইচএসসি পাশ করেন। আর ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও ১৯৯০ সালে ফিন্যান্সে স্নাতকোত্তর করেন।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)