দিরিপোর্ট২৪ প্রতিবেদক : শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সংশোধিত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ আইনের প্রতি একাত্মতা ঘোষণা করে অবিলম্বে এই আইন পাসের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । সাবেক এই রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ দাবি জানান।

এরশাদ বলেন, ‘আড়াইশ বছরের সুদীর্ঘ ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা এ দেশে আদর্শ নাগরিক তৈরির ক্ষেত্রে গৌরবময় অবদান রেখে চলছে। কিন্তু অতি প্রয়োজনীয় এ শিক্ষা ধারার ছাত্ররা যুগ যুগ ধরে চরম অবহেলার শিকার। এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। কওমি মাদ্রসার আদর্শ ছাত্ররা যদি আমাদের সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের সুযোগ পেতো তাহলে তাদের সেবায় এ দেশ হতো আরও সমৃদ্ধ। কওমি মাদ্রাসা রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবেই তাদের সেবা থেকে দেশ বঞ্চিত হচ্ছে। ’

তিনি বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সংশোধিত কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দেশ-বিদেশের ওলামা-মাশায়েখ সংশোধিত খসড়া আইনের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। এই উদ্যোগের সঙ্গে আমিও একাত্মতা ঘোষণা করছি। এখন সময়ক্ষেপণ না করে অবিলম্বে আইনটি পাস করে কওমি সনদের স্বীকৃতি প্রদানের জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

এছাড়া এ ব্যাপারে কোনো ধরনের কালক্ষেপণ না করে কওমি মাদ্রাসার লাখ লাখ ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার আদায় করা সরকারের নৈতিক কর্তব্য বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

(দিরিপোর্ট২৪/এসএ/এনডিএস/নভেম্বর ০৮,২০১৩)