দ্য রিপোর্ট প্রতিবেদক : সৌদি আরবে গিয়ে দিনের পর দিন গৃহকর্তার শারীরিক নির্যাতন আর বিনা কারণে মাসের পর মাস জেল খেটে দেশে ফিরেছেন আরো ৪২ নারী গৃহকর্মী।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ওই গৃহকর্মীদের দেশে ফেরত আনা হয়।

এ বিষয়ে ব্র্যাক থেকে জানানো হয়েছে, গত রাতে দেশে ফেরত আসা নারীরা সৌদিতে ৩ থেকে ৯ মাস কারাবাস যাপন করেছেন। তা ছাড়া তারা যেখানে কাজ করতেন সেসব বাড়ির গৃহকর্তাদের হাতে তারা শারীরিকভাবে নির্যাতিত হতেন।

দেশে ফেরার পর ভুক্তভোগী নারীরা গণমাধ্যমেও তাদের অভিযোগ তুলে ধরেছেন। তারা বলছেন, সৌদি গিয়ে কাজে যোগ দেওয়ার পর থেকেই তারা গৃহকর্তার নির্যাতনের শিকার হতেন। মাস শেষে বেতন দেওয়া হতো না। আবার বেতন চাইলেও তাদের নিগ্রহ করা হতো।

এ ঘটনায় বিদেশে নারী গৃহকর্মীদের পাঠানোর বিষয়ে সরকারকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)