সাভার প্রতিনিধি : আশুলিয়ায় একটি ইটভাটা থেকে অজ্ঞাত পরিচয় দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মরাগাং এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ দু’টির একজনের পরনে স্কুল ড্রেস ছিল। তাদের বয়স ১৫ থেকে ১৬ হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বিকেলে ওই দুইজনের মরদেহ দেখে স্থানীয় জেলেরা আশুলিয়া থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতরা দুজনই স্কুলছাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)