সাগরে ঝড়ো বাতাসে ট্রলারডুবি, নিখোঁজ ১২
ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় সাগর মোহনায় দুটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ১২ জেলে নিখোঁজ রয়েছেন বলে আড়তদারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ও বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢালচর সাগর মোহনায় এ দুটি ট্রলারডুবির ঘটনা ঘটে।
ঢালচরের মাছ ব্যবসায়ী (আড়তদার) মো. আলম ফরাজী দাবি করেন, ঝড়ো বাতাসের কারণে প্রচণ্ড উত্তাল রয়েছে সাগর। গভীর রাতে ঝড়ের কবলে পড়ে মো. আবুল বাশার মাঝির ট্রলারটি ছয় জেলেসহ ডুবে যায়। এরপর আজ সকাল ১০টায় রবিউল মাঝির ট্রলারটিও ছয় জেলেসহ ডুবে যায়।
এ ঘটনার পর কাছে থাকা পাঁচ/ছয়টি ট্রলার মিলে জেলেদের উদ্ধারের চেষ্টা করছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জেলেরা জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)