দ্য রিপোর্ট প্রতিবেদক : পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে বলে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত শুনানি শেষে বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

মামলার নথি পর্যালোচনা করে আদালত তার আদেশে বলেছেন, মামলাটি সাত বছর ধরে চলমান। এর মধ্যে তিনি ৪০ বার সময় নিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তিনি আদালতে আসেননি। কিন্তু গত ৫ সেপ্টেম্বর তিনি আদালতে এলেও তিনি আর আসতে পারবেন না বলে জানান। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর আদালতে আসতে অনিচ্ছুক এমন মতামতও তিনি জানিয়েছেন। আজকেও তিনি আদালতে আসতে পারবেন না বলে অপারগতা জানিয়েছেন। সার্বিক বিষয় দেখে প্রতীয়মান হয় যে, তিনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হচ্ছেন না। এ অবস্থায় অন্য আসামিরা হাজির হচ্ছেন। তিনি হাজির না হওয়ায় বিচার বিলম্বিত হচ্ছে। ফলে তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম চালানো প্রয়োজন।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয়পক্ষের শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার।


(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)