দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুর কালিয়াকৈরে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রাজমিস্ত্রির সহকারী জহিরুল ইসলাম (২৫), মিস্ত্রি গলজার (৫৫), সাহেব মিয়া (৩৮) ও রিপন মিয়া (৩০)।

জানা গেছে, ওই চারজন কালিয়াকৈর চন্দ্রায় 'এপেক্স হোল্ডিংস লিমিটেড' নামের একটি কারখানায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় সেখানেই থাকা পাশের একটি ভবন ভাঙার কাজ করছিলেন আরো কয়েকজন শ্রমিক। সকালে কাজ করার সময় হঠাৎ একটি বিস্ফোরণ হয়। এতে পাশেই থাকা তারা চারজন দগ্ধ হয়। দগ্ধ শ্রমিকদের ধারণা, ভবনের গ্যাস লাইনের পাইপ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, দগ্ধদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে। তাদের হাত, মুখ পাসহ শরীরের বেশকিছু অংশ পুড়ে গেছে

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)