রাজশাহী প্রতিনিধি:  রাজশাহীর পুঠিয়ায় থেমে থাকা একটি ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন ।


আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারী এবং আরেকজন বাসের সহকারী বলে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান।

নিহতরা হলেন- বাসের সহকারী রিপু (২৫) তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ও ট্রাকের চালক জাকির হোসেন (৩৫)। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে। তবে ট্রাকের হেলপারের নাম জানা যায়নি।

পুঠিয়া থানার ওসি সাকিল জানান, বালুবাহী একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক, সহকারী ও বাসের সহকারী নিহত হন। ট্রাকের চালক ও সহকারী ট্রাকের পেছনে ছিলেন বলে জানান তিনি।

ওসি বলেন, এ ঘটনায় আহত হন বাসের অন্তত ১৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গরুতর পাঁচজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ২১,২০১৮)