সার্ক সম্মেলন আয়োজনে পাকিস্তানের প্রস্তাবে না রাজি ভারত
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সার্ক সম্মেলন আয়োজনের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ভারত। বৃহস্পতিবার এমনটি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভেস কুমার।
রাভেস কুমার বলেন, সন্ত্রাস দমন প্রসঙ্গে অবস্থান বদলায়নি ভারত। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সার্ক বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান। একই সাথে দেশ দুইটির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের প্রস্তাবও করা হয়।
সার্ক সম্মেলনের বিষয়টি খারিজ করলেও দ্বিতীয়টিতে সম্মতি জানিয়েছে ভারত। এবার ইসলামাবাদে সার্কের সম্মেলন হওয়ার কথা।
প্রধানমন্ত্রী মোদিকে লেখা চিঠিতে ইমরান দুই দেশের মধ্যে আলোচনা শুরুর বিষয়টি তুলে ধরেন।
ওই চিঠিতে প্রধানমন্ত্রীকে মোদি সাহাব বলে সম্বোধন করে ইমরান সার্ক সম্মেলনে যোগ দেওয়ার কথা বলেন। আর সেই সুযোগে ইসলামাবাদ ঘুরে আসার কথাও বলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক। কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় দিল্লি।
বেশ কয়েক বছর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বন্ধ আছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ২১,২০১৮)