দ্য রিপোর্ট ডেস্ক : আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হ্রদ লেক ভিক্টোরিয়ায় একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার তানজানিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ফেরিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। ওই ফেরিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফেরিতে যাত্রীর সংখ্যা দুই শতাধিক হতে পারে। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এই লেক ভিক্টোরিয়া অবস্থিত।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ২১,২০১৮)