দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসেছেন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টায় তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

কারাসূত্রে জানা যায়, স্বজনদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, অনিক ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম, ভাগ্নে ডাক্তার মামুন।

এসময় কারাগার চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপি বলছে, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ৷ তিনি হাঁটাচলা করতে পারেন না। সরকার তার সুচিকিৎসা দিচ্ছে না।

শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত যেকোনো হাসপাতালে চিকিৎসা দিন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ সেপ্টেম্বর ২১, ২০১৮)